এভাবেই অস্বাস্থ্যকর ডর্মেটরিতে দিন কাটে সিঙ্গাপুর নিবাসী বাঙালিদের। ছবি-রয়টার্স
#সিঙ্গাপুর: এই মুহূর্তে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১০১৪১। গত তিন দিন প্রতি ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১ হাজার জন। সিঙ্গাপুর স্বাস্থ্যমন্ত্র্ণালয় সূত্রে খবর, এই আক্রান্তদের মধ্যে রয়েছেন অন্তত ৪,৫০০ বাংলাভাষী মানুষ। এরা সকলেই বাংলাদেশের নাগরিক।
তথ্য বলছে, সি্ঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে স্থানীয় মানুষের অনুপাত কম। গত ২০ এপ্রিল ১৪১০ জন বিদেশির শরীরে করোনা পাওয়া যায়। ২১ এপ্রিল আক্রান্ত হন ১হাজার ৮৩ জন বিদেশী নাগরিক। আর আজ বুধবার নতুন করে ১হাজার বিদেশী নাগরিকের শরীরে করোনার সন্ধান পাওয়া গিয়েছে।
সিঙ্গাপুরে বসবাসকারী বেশিরভাগ শ্রমিকই ডর্মেটরিতে গাদাগাদি করে থাকেন। অস্বাস্থ্যকর ভাবে একই বাথরুম ব্যবহার করেন বহুজন। করোনা থাবা বসিয়েছে এই শ্রমিকদের দেহেই।
সিঙ্গাপুরে এই মুহূর্তে বসবাস করেন ১ লক্ষ ৩০ হাজার বাঙালি। এর মধ্যে বেশির ভাগই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। এদের বসবাসের জায়গাতেই ভাইরাস থাবা বসানোয় দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর প্রশাসনের। রাতের ঘুম উড়েছে এই পরিযায়ী শ্রমিকদের পরিবারেরও।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …