বাংলাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, রাজধানী ঢাকাতে সংক্রমণ সবচেয়ে বেশি !

Representational Image
#ঢাকা: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়ার চিন, ইরানের পর সংক্রমণের তালিকায় খুব একটা পিছিয়ে নেই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ ৷ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে বাংলাদেশে ৷ রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে ৷ গোটা দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত ১২৩১-এর মধ্যে ৫১৮ জনই হলেন ঢাকা নিবাসী ৷
ঢাকার যেসমস্ত এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- ওয়ারি ২৬, টোলারবাগ ১৯, যাত্রাবাড়ি ১৯, লালবাগ ১৮, ধানমন্ডি ১৮, উত্তরা ১৭, তেজগাঁও ১৬, মহম্মদপুর ২০, বাসাবো ১৪, গেন্ডারিয়া ১৩, বাবু বাজার ১১, মহাখালীতে ১০, মগবাজার ১০, মিরপুর (১২) ১০, গ্রিন রোড ১০, বনানী ৮  এবং বাড্ডা ৬ জন। ঢাকার করোনা ‘হটস্পট’ বা সবচেয়ে বিপজ্জনক স্থান এখন নারায়ণগঞ্জ জেলা ৷ সেখানে ২০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত ৷
রাজধানীর বাইরে কোন জেলায় কতজন শনাক্ত দেখে নিন তালিকা-
রাজধানীর বাইরে ঢাকা জেলায় ২৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জ ১৭, মাদারিপুর ১৯, মানিকগঞ্জ ৫ জন, নারায়ণগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ২১, নরসিংদী ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, চট্টগ্রাম ৩১, কক্সবজার ১, কুমিল্লা ১৪, ব্রাহ্মণবাড়িয়া ৮, লহ্মীপুর ১, নোয়াখালি ১, চাঁদপুর ৬, মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৭, ঠাকুরগাঁও ৩, খুলনা ১, নড়াইল ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৭, জামালপুর ১২, নেত্রকোনা ৪, শেরপুর ৩, বরগুনা ৪, বরিশাল ১০, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩ ও রাজশাহীতে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তথ্য সৌজন্যে- কালের কন্ঠ
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!