দিনের পর দিন লাগাতার অশালীন-নোংরা মেসেজ ৷ বার বার হুঁশিয়ারি দিয়েও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত নোংরা কাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোজা অভিযোগ জানান বাংলাদেশের হাইকমিশনারের অফিসে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। Photo: Instagram
অভিযোগ শ্রাবন্তীর ব্যক্তিগত নম্বরে বার বার ফোন করতেন অভিযুক্ত ৷ অপরিচিত নম্বরের ফোন না তোলায়, তখন লাগাতার অশালীন, নোংরা ভাষায় মেসেজ পাঠাতে থাকেন অভিযুক্ত বাংলাদেশি যুবক ৷ চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকমিশনারে অভিযোগ জমা দেন শ্রাবন্তী ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে …’Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
News18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তীর বর রোশন সেসময় জানিয়েছিলেন, ‘দু-তিন মাস আগে থেকেই ফোনে নোংরা মেসেজ আসছিল ৷ হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় আজকাল তো কেউ আর মেসেজ চেক করে না ৷ তাই প্রথম প্রথম ব্যাপারটা গুরুত্ব দিইনি ৷ তবে বেড়ে যাওয়ায়, প্রথমে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি বলি ৷ ওরাই বলে বাংলাদেশের হাইকমিশনারকে অভিযোগপত্র জমা দিতে ৷’ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
দিনের পর দিন লাগাতার অশালীন-নোংরা মেসেজ ৷ বার বার হুঁশিয়ারি দিয়েও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত নোংরা কাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান অভিনেত্রী শ্রাবন্তী ৷ সোজা অভিযোগ জানান বাংলাদেশের হাইকমিশনারের অফিসে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। Photo: Instagram
অভিযোগ শ্রাবন্তীর ব্যক্তিগত নম্বরে বার বার ফোন করতেন অভিযুক্ত ৷ অপরিচিত নম্বরের ফোন না তোলায়, তখন লাগাতার অশালীন, নোংরা ভাষায় মেসেজ পাঠাতে থাকেন অভিযুক্ত বাংলাদেশি যুবক ৷ চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশের হাইকমিশনারে অভিযোগ জমা দেন শ্রাবন্তী ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
অভিযোগপত্রে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আমার নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ অভিনয়ের জগতের সঙ্গে প্রায় ২৪ বছর ধরে আমি যুক্ত ৷ এই ২৪ বছরে বাংলাদেশের বহু ছবিতে অভিনয় করেছি আমি ৷ বাংলাদেশের সংস্কৃতি, সেখানকার মানুষদের ভালোবাসা, আতিথেয়তার কথা গোটা বিশ্বের কাছে তুলে ধরেছি ৷ তবে দুঃখের বিষয় হল, সেই দেশেরই এক মানুষ গত কয়েকমাস ধরে আমার ফোনে অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন ৷ এই গোটা ঘটনার বিরোধিতা করি ৷ আর সেই কারণেই অভিযোগপত্র জমা দিতে বাধ্য হলাম ৷ আশা করি, এই বিষয়ে উপযুক্ত ও কড়া পদক্ষেপ নেওয়া হবে …’Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
News18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রাবন্তীর বর রোশন সেসময় জানিয়েছিলেন, ‘দু-তিন মাস আগে থেকেই ফোনে নোংরা মেসেজ আসছিল ৷ হোয়াটসঅ্যাপ এসে যাওয়ায় আজকাল তো কেউ আর মেসেজ চেক করে না ৷ তাই প্রথম প্রথম ব্যাপারটা গুরুত্ব দিইনি ৷ তবে বেড়ে যাওয়ায়, প্রথমে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি বলি ৷ ওরাই বলে বাংলাদেশের হাইকমিশনারকে অভিযোগপত্র জমা দিতে ৷’ অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …